সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

শিবপুরে ভুট্টাক্ষেতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর শিবপুরে একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। সে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, সকালে সাধারচর গ্রামের একটি ভুট্টাক্ষেতে একটি বস্তাবন্ধি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা স্থানীয় ইউপি সদস্য সারোয়ারকে জানালে তিনি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে। পরে লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া যায়। মানিব্যাগে থাকা এই এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। এঘটনায় মঙ্গলবার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। 

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। লাশের সুরতাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সাইফুলের কাছে এলাকার অনেক লোক টাকা পেতো। এজন্য বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হতো। এখন হত্যার সাথে হুমকির বিষয়ের কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর