সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্মৃতিসৌধে আ. লীগ নেতাকর্মীদের স্লোগান, আটক ৩

জেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাল পতাকা হাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা স্লোগান দেওয়ায় তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটকরা হলেন— মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের সোহেল পারভেজ।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদীতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে ৫০ জনের মত লোক লাল পতাকা হাতে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েক জনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে তিনজনকে আটক করে।


বিজ্ঞাপন


এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, আনুমানিক ১১টার সময় পাঁচ থেকে ছয়জন জাতীয় স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। এ সময় তাদের আটক করে থানায় নেওয়া হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন