রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ কারাগারে 'ডিভিশন সুবিধা' পেয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তার ডিভিশন আবেদন মঞ্জুর করেন। এরপর প্রিজন ভ্যানে করে আসাদকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরেই ‘জয় বাংলা’ স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জানা গেছে, আসাদ গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ৬ অক্টোবর ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হয়ে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ৫ ডিসেম্বর মোহনপুরে থানা পোড়ানোর মামলায় আসাদের হাজিরার দিন ছিল। তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়। তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তা আপত্তি জানায় এবং বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এ দিন আদালতে আরও একটি মামলায় আসাদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করে। পরে আসাদ পক্ষের আইনজীবীরা তার ডিভিশন সুবিধার আবেদন করেন। সাবেক এমপি হিসেবে তার ডিভিশন সুবিধা মঞ্জুর করা হয়, ফলে এখন থেকে তিনি কারাগারে উন্নত সুবিধা পাবেন।
এদিকে, আদালত থেকে আসাদকে গাড়িতে তোলার সময় আওয়ামী লীগের ৮-১০ জন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই ঘটনা ঘটলেও পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং তারা কিছু সময় পর ঘটনাস্থল থেকে চলে যায়।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাসির উদ্দিন বলেন, তিনি ঘটনাটি জানেন না, কারণ তিনি তখন আদালতে উপস্থিত ছিলেন না। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, আসাদকে সতর্কতার সাথে আদালতে এবং কারাগারে নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এইউ