শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

হাতিয়ায় সংবাদ সম্মেলন করে হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় সংবাদ সম্মেলন করে হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদ

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় হাতিয়া শহরের ধানসিঁড়ি রিসোর্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এনসিপির পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান এই ব্রিফিংয়ে বলেন, ‘গতকাল ইফতার পরবর্তী সময়ে উপজেলার জাহাজমারা বাজারে এনসিপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি পথসভা করেন। এই সভায় জুলাই আর্কাইভের ভিডিও দেখানো হয়। বক্তৃতা দেওয়ার সময় বিএনপির শতাধিক নেতাকর্মী দা, রামদা, ইট-পাটকেল এবং দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের দিকে একটি মিছিল নিয়ে আসে। হামলাকারীরা প্রায় সবাই বিএনপির বর্তমান কমিটির সদস্য।’


বিজ্ঞাপন


হাফিজুর রহমান আরও বলেন, ‘এ হামলায় এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে, এবং ১৫ জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি অভিযোগ করেন, ‘বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় তারা এড়াতে পারে না। তারা তাদের বহিষ্কৃত নেতাকর্মীদের পুনর্বহাল করে দায়সারা বিচার করতে চায় না।’

এছাড়া, তিনি পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ‘ঘটনার সব প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ রয়েছে।’

সংবাদ সম্মেলন শেষে হাফিজুর রহমান জানান, ‘আজ ইফতারের পর উপজেলা শহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’


বিজ্ঞাপন


এসময় জাতীয় নাগরিক পার্টির সদস্য মো. ইউসুফ, তৌহিদুর রহমান, মো. ইসমাইল এবং হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর