জয়পুরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক অবহিতকরণ ও বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিজ্ঞাপন
সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান। সেমিনারে আলোচনা হয়, কিভাবে জয়পুরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখা যায়।
প্রতিনিধি/একেবি