বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, দীর্ঘ ৫৪ বছরেও বাংলাদেশ ইনক্লুসিভ রাষ্ট্র হতে পারেনি। জুলাই ২৪ এ দুই হাজারের অধিক ছাত্রজনতা জীবন দিয়েছে। অর্ধলক্ষ ছাত্রজনতা আহত হয়েছে। পুঙ্গত্ব বরণ করেছে। শুধুমাত্র ফ্যাসিবাদ মুক্ত করতে নয়। বৈষম্য দূর করা, সাম্য নিশ্চিত করা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যও।
সোমবার (২৫ মার্চ) শেরপুর পৌর শহরের একটি বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রাশেদুল ইসলাম আরও বলেন, এ অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ লিডার শহীদ কামারুজ্জামান। যিনি জামায়াতে ইসলামীর সিনিয়র অ্যাসিট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। নির্মমভাবে বিনাদোষে বিচারের নামে প্রহসনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। আমরা এ অন্যায়ের বিচার দাবি করছি।
রাশেদুল ইসলাম আরও বলেন, ছাত্রজনতার আন্দোলন ১৫ বছরের ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে আর কোনোদিন বিগত ফ্যাসিবাদ বা অনুরূপ অথবা এর কাছাকাছি কোনো চিত্র আমরা আর আর দেখব না, ইনশাআল্লাহ।
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় দলের অন্যান্য নেতাকর্মী, সুশীল ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস