নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিশুটির বাবা থানায় এসে মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এর আগে, সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার রুইগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত নয়ন উপজেলার একই এলাকার রনজিতের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সকালে অভিযুক্ত আসামি নয়নের শিশু সন্তানের সঙ্গে পাশের বাড়ির আরও তিন কন্যা শিশু খেলাধুলা করছিল। এসময় প্রথমে এক শিশুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে ওই যুবককে কামড় দিলে তাকে ছেড়ে দেয়। পরে আরও এক শিশুকে মুখ চেপে ঘরে নিয়ে যায়। এতে চিৎকারে আশেপাশের লোকজন এলে আসামি নয়ন পালিয়ে যায়।
এবিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা থানায় এসে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করে। আইনগত কাজ চলছে বলে তিনি জানান।