চাঁদপুরের ফরিদগঞ্জে চেক পোস্ট বসিয়ে ৫৭টি যানবাহনে তল্লাশি, ৫ মোটরসাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫টি অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা সড়কে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
বিজ্ঞাপন
বেলা আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ বাস স্টান্ড এলাকার রাস্তায় পুলিশের সঙ্গে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে মোট ৫৭টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ৫ জন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পাঁচটি গাড়ি জব্দ করে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে