বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

নাটোরে বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

বেতন-ভাতা ও রাজস্বখাতে স্থানান্তরসহ ৭ দফার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান সমিতি।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা।


বিজ্ঞাপন


এসময় মাঠ পর্যায়ের অর্ধশতাধিক টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

thumbnail_IMG_20250324_105746

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের টেকনিশিয়ানরা প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছেন। বাংলাদেশ প্রাণিসম্পদকে এগিয়ে নিতে আমাদের কর্মীরা পরিশ্রম করে চলছে। রাষ্ট্রের জন্য আমরা প্রতিদিন কাজ করি। কিন্তু বিনিময়ে আমরা কিছুই পাই না। গত ৯ মাস থেকে বেতন বন্ধ। পরিবার নিয়ে আমরা অসহায় জীবন যাপন করছি।

আরও পড়ুন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রাণিসম্পদ বিভাগের সব আদেশ-নিদের্শ পালন করছি। কিন্তু নামমাত্র আমাদের চাকরি, কোনো বেতন নেই। অনেক দিন থেকে আমাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। দ্রুত আমাদের বেতন ও বোনাসসহ সবকিছু পরিশোধ করতে হবে। ৭ দফা দাবি না মানলে পরবর্তীতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন টেকনিশিয়ানরা।

মানববন্ধনে বক্তব্য দেন- টেকনিশিয়ান আবু তাহের গাজী, মো.খায়রুল ইসলাম, সুলতান মাহমুদ, মো.নজরুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর