গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আলম মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) বিকেলের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
নিহত আলম মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, আলম মিয়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে জনতা ব্যাংকের সামনে পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় আলম মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ