কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (২২ মার্চ) দুপুরে টেকনাফ সদরের মুন্ডার ডেইল মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ডাকাতির চেষ্টাকালে আটকরা হলেন - টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার বাসিন্দা মো. রাকিব (২৪), একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার মো. রুবেল (৩০), টেকনাফ পৌরসভার ওমর ফারুক (২৭)।
সিএনজির যাত্রী খুরশিদা জানান, মেরিন ড্রাইভ সড়কে হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি আমাদের গাড়ির পেছনে এসে গতিরোধ করে। এ সময় তারা আমাদের টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, শনিবার দুপুরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করে তিন ব্যক্তি। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ