লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।
শনিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী।
বিজ্ঞাপন
ফেরত আসাদের মধ্যে ফেরদৌস ফরহাদ রশনি (২৬), হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) এবং রিয়া মনি (২৭) হিজড়া জনগোষ্ঠীর। তারা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। এছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আহমাদ আলী (৫২) এবং তার স্ত্রী আমিনা বিবি (৪২) রয়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে তিন বিঘা করিডরের শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ বিএসএফ ব্যাটালিয়নের ওমর ক্যাম্পের ইনস্পেক্টর সঞ্জীব কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের দল অংশ নেয়। এছাড়া বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার আইয়ুব আলীসহ ছয় সদস্যের প্রতিনিধি দল।
বিজিবি জানায়, শুক্রবার বিকেলে আঙ্গরপোতা বিওপি সীমান্তের বিপরীতে ভারতের সিস্টিয়া এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ওই পাঁচজনকে আটক করে বিএসএফ।
ফেরত আসাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ২০২২ সালে তারা কুমিল্লার আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
বিজ্ঞাপন
পতাকা বৈঠকে আলোচনার পর বিএসএফ ওই পাঁচজনকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বলে জানান পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার সময় তাদের (পাঁচ বাংলাদেশিকে) পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ