মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে বাংলাদেশ থেকে ৩০০ কার্টনে করে শুকনো খাবার ও জুস গেল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়।
শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব খাবার পাঠানো হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতীয় অতিথিদের মাঝে এসব খাবার পরিবেশন করা হবে।
স্থলবন্দরের একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে ভারতের আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনে ২৬ মার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য একেকটি কার্টনে এক প্যাকেট চানাচুর, এক প্যাকেট বিস্কুট, একটি জুস, এক প্যাকেট ডালভাজা ও এক প্যাকেট চিপস ছিল।
স্থলবন্দরের কর্তৃপক্ষ আরও জানায়, ভারতের আগরতলায় প্রতি বছর বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের শুকনো খাবার ও জুস দিয়ে আমন্ত্রিতদের আপ্যায়ন করা হবে।
বিজ্ঞাপন
খাবার পাঠানোর সময় উপস্থিত ছিলেন - আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এসআই সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পিএস চঞ্চল দে প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ