চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নে খাবারের খোঁজে লোকালয়ে এসে ধরা পড়েছে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। পরে এটি বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব খৈয়াছড়ায় গ্রামে একটি খোলা মাঠে স্থানীয়রা অজগরটিকে দেখতে পান। পরে তারা এটি বেঁধে রাখেন। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ গ্রুপের সদস্যরা উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
ওয়াইল্ড অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় ঢাকা মেইলকে বলেন, অজগরটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে আরও দুই দিন আগে সাপটি ভারী কোনো বস্তুর সঙ্গে মাথায় আঘাত পেয়েছে। এটি উদ্ধার করে স্থানীয় বনবিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে।
বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, সাপটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভেটেরিনারি সার্জনকে দেখিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে বনে অবমুক্ত করা হয়েছে৷
তিনি আরও বলেন, অজগরটির দৈর্ঘ্য ১৫ ফুট। ওজন ৩০ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে। রাতে এটি বনে অবমুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
ইএ