মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

‘গত ১৫ বছর সাংবাদিকদের গলা চেপে রাখা হয়েছিল’

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর সাংবাদিকদের গলা চেপে রাখা হয়েছিল। তখন সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেননি। তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

শনিবার (২২ মার্চ) বিকেলে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, সাড়ে ১৫ বছর সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে, যা অতীতে কখনও হয়নি। তারা ‘আমার দেশ’ পত্রিকা শুধু বন্ধ করেনি, সেই পত্রিকার সম্পাদককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। সাংবাদিকদের কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল।
সাংবাদিকরা হচ্ছে বাংলাদেশের বিবেক। তাদের বারবার আক্রমণ করা হয়েছে। তাদের হামলা-মামলা দিয়ে দাবিয়ে রাখা হয়েছিল। 

 রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের সাংবাদিকদের কারণে আমি দুলু বাংলাদেশের রাজনীতিতে এখনও বেঁচে আছি। আমাকে একজন রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আপনারা। সে কারণে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীনভাবে সত্য কথা লিখতে দেওয়া হবে। তারা স্বাধীনভাবে কাজ করবে। যদি আপনাদের কাজে কেউ বাঁধা দেয়, আমরা তাদের বিষদাঁত ভেঙ্গে দেবো।

ইফতার ও দোয়া মাহফিলে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন - নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা পারভিন নেলি, লাঠি-বাঁশির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর