মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

নাটোর আদালতের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার ১

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরে জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) সকালে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার নাটোর জেলা ও দায়রা জজ আদালতের তিন শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ২১০ নম্বর রুমে এক প্রার্থীর কাছে পূর্ণ লিখিত উত্তরের পত্র পাওয়া যায়। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি ওই প্রার্থীর খাতা নিয়ে কেন্দ্র থেকে বের করে দেন।

এনএস কলেজ কেন্দ্রের ইনচার্জ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন জানান, নাটোর আদালতের তিন স্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে খাতা জমার সময় ২১০ নম্বর কক্ষে একজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে, মর্মে ওই কক্ষের পরিদর্শক জানিয়েছেন।

এনএস কলেজের অধ্যক্ষ আব্দুল বারী বলেন, চাকরি পরীক্ষায় সার্বিক দায়িত্বে ছিলেন জজ আদালতের বিচারকরা। এ বিষয়ে প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন। তবে পরীক্ষায় উত্তরপত্র পাওয়ার ঘটনায় একজনকে বহিষ্কার করার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর