রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

loading/img

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের ভোগড়াতে জায়ান্ট নিট ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এসময় তারা প্রায় আধা ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

thumbnail_Screenshot_20250322_111121_Gallery


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ওই কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করেন শ্রমিকেরা। এ ঘটনার জেরে শনিবার থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। সকালে কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে আটটা থেকে অবরোধ সৃষ্টি করে। এসময় প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

thumbnail_Screenshot_20250322_111138_Editor_Lite

এর আগে গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়ায় এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের তিনজন কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনায় যৌথবাহিনী ৪ জন শ্রমিককে আটক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে। 

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ৮-১০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর