বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। দেশে এখনও গণতন্ত্র ফিরেনি। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির নারী কর্মীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন এ কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কে.কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহারুজ্জামান নিপা।
কাজী শিপন বলেন, জামায়াত ইসলাম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ৫ আগস্টের পর এ দলটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা কর্মীদের সদস্য করে যাচ্ছে। সদস্য বানিয়ে তদের রক্ষার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা কোন ভাবেই মেনে নেবনা। জামায়াতে ইসলামী ধর্মের নামে ব্যবসা করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপজেলা বিএনপি, উপজেলা মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে