শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পদ্মার ১৩ কেজির বোয়াল ৩৪ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার নদীর মোহনায় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।


বিজ্ঞাপন


জানা গেছে, জেলে নিমাই হালদার পদ্মা ও যমুনা নদীর মোহনায় সকালে জাল ফেলে। এসময় তাদের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নেন।

আরও পড়ুন

পদ্মায় ধরা পড়ল ৫৪ কেজির বাগাড় মাছ, ৭৫ হাজারে বিক্রি

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫০০ টাকায় কিনে অনলাইনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে খরচসহ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় এখন জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা আয় করতে পারছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর