শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

মেডিকেল কলেজ বাতিলের প্রতিবাদে কর্মসূচি

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনায় মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণে’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন - জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, ডাক্তার মাজহারুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য ফাহিম পাঠান, জাসাসের আহ্বায়ক সাদমান পাপ্পু, নেত্রকোণা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মারুফুল হক প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৯ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নেত্রকোনা মেডিকেল কলেজসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এর প্রতিবাদে আজ বুধবার নেত্রকোনাবাসীর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে - কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর