নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে (৩৬) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই মামলা করা হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ১৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার বিলদহর কদমকুড়িতে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে গত ১৮ মার্চ মঙ্গলবার রক্তক্ষরণ দেখা দিলে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ওই গৃহবধূ। বুধবার নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন এ ভুক্তভোগী।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ রশীদি বলেন, নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সং/০৩-এর ৯ (১)/৩০ ধারায় মামলা করা হয়। আদালত মামলার তদন্তের জন্য পিবিআইকে নিদের্শ দিয়েছেন।
প্রতিনিধি/ এমইউ