মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিরাপত্তা কর্মীদের মাঝে সাহরি বিতরণ করলো শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের মাঝে খাবার উপহার দেন তারা।
বিজ্ঞাপন
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় সাহরি বিতরণকালে সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর, সাইফুল্লাহ, শামীম উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সদস্যরা জানান, আমরা চাই ইবি ছাত্রদল সবসময় ভালো কাজের শিরোনাম হবে। এর মাধ্যমে মানবিক ও সামাজিক কাজে সর্বদা নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করব।
প্রতিনিধি/এসএস