রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে বিএনপির উপজেলা ও দুই পৌরসভা কমিটি বিলুপ্ত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১১:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এই কমিটি বিলুপ্ত করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর।

জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ শাহীদুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও গাজী নিজাম উদ্দিনকে সদস্য সচিব করে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া দিদারুল আলম মিয়াজীকে আহ্বায়ক ও নিজাম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব বারইয়ারহাট পৌরসভা বিএনপি এবং মহিউদ্দিনকে আহ্বায়ক ও জাহিদ হুসাইনকে সদস্য সচিব করে মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই: ইশরাক হোসেন

সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমাদের কমিটির নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছি। এখন দলের স্বার্থে সাংগঠনিক যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই।


বিজ্ঞাপন


চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলের সদস্য গোলাম আকবর খোন্দকার জানান, দলের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনটি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ইউনিটে নতুন কমিটি  ঘোষণা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর