সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন

জেলা প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত কাপড়ের ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র টেরিবাজারে খাজা বিপণি নামে একটি ভবনে কাপড়ের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ঢাকা মেইলকে বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের সময় টেরিবাজারে দোতলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ছয়টি গাড়ি পাঠানো হয়। ফায়ার সার্ভিস ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

টেরিবাজার বণিক সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, খাজা বিপণি নামের একটি ভবনের গুদামে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। টেরিবাজারের কেনাকাটা স্বাভাবিক রয়েছে।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর