সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদ উপলক্ষে বউ বাজারে বেচাকেনা জমজমাট

সুমন চন্দ্র, দিনাজপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

ঈদ উপলক্ষ্যে বউ বাজারে বেচাকেনা জমজমাট

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বউ বাজারে শুরু হয়েছে জমজমাট বেচাকেনা।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নিজেদের বাড়তি আয়ের জন্য ও স্বল্প-নিম্ন আয়ের ক্রেতাদের চাহিদা মেটাতে দিনাজপুরে পরিচালিত হয় ব্যতিক্রমধর্মী এই বউ বাজার। দোকান কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে শুধু নারীদের জন্য বসা এই বউ বাজার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আর ঈদকে সামনে রেখে উপচে পড়া ভিড় জমেছে বউ বাজারে।


বিজ্ঞাপন


এই বাজারের নাম বউ বাজার হলেও এখানে বউ পাওয়া যায় না। বউয়েরা এই বাজারে মূলত কাপড় কিনতে আসেন বলেই মাত্র কয়েক ঘণ্টার এই বাজারের নাম রাখা হয়েছে বউ বাজার। শুধু মেয়েদের জন্য কম দামে বিভিন্ন প্রকার কাপড় বিক্রি করেন দোকানিরা। তবে বর্তমানে এখানে শুধু কাপড় নয়, জুতা, স্যান্ডেলসহ অন্য জিনিসও পাওয়া যায়। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের মালদহপট্টি, চুড়িপট্টি ও বাসুনিয়াপট্টি এলাকায় রাস্তার দু’ধারে বসে এই বউ বাজার।

এখানকার দোকানের যিনি মালিক তিনি কোনও না কোনও দোকানের কর্মচারী। আর ছুটির দিনে এসব দোকানের কর্মচারীদের দ্বারা পরিচালিত বাজারে ক্রেতারা স্বল্পমূল্যে তাদের পছন্দনীয় পণ্য পাচ্ছেন, পাশাপাশি দোকান কর্মচারীদেরও হচ্ছে বাড়তি আয়। উন্নতমানের দোকানে যেসব কাপড় পাওয়া যায়, সেই কাপড়ই এই বাজারে পাওয়া যায় অথচ কম মূল্যে। ফলে দিনে দিনে এই বউ বাজার ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দুপুর পর্যন্ত বউ বাজার খোলা রাখার নিয়ম চলে আসলেও ঈদের কারণে ছুটির দিন হয়েও বিকেল পর্যন্ত বিক্রেতারা তাদের দোকান খোলা রেখেছেন।

বউ বাজারে কাপড় কিনতে আসা বিজ‌লি আক্তার ঢাকা মেইলকে বলেন, সামনে ঈদ, তাই পরিবারের জন্য এখানে কেনাকাটা করতে এসেছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাজার। আমার জন্য শাড়ি, থ্রি-পিস, ওড়না নিয়েছি। আর আমার ছেলে জন্য শার্ট, প্যান্ট এবং বরের জন্য লুঙ্গি নিয়েছি। এখানে কম দামে পাওয়া যায়। এই বউ বাজারের জন্য আমাদের মতো মধ্যবিত্তদের অনেক সুবিধা।

আরও পড়ুন

খোলা আকাশের নিচে এক প্লেটে ‘জামাতবদ্ধ ইফতার’

শহরের বালুবাড়ী এলাকা হতে আসা ক্রেতা তনুজা শারমিন ঢাকা মেইলকে ব‌লেন, এখানে কাপড়ের দাম অন্য জায়গার চেয়ে একটু কম। তাছাড়া কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র একসাথে এখানে পাওয়া যায়, তাই এখানে এসেছি। ঈদের প্রয়োজনীয় সব কেনাকাটা শেষ করেছি।

বউ বাজারে কাপড় কিনতে আসা কলেজ ছাত্রী সার‌মিন আক্তার ঢাকা মেইলকে বলেন, অন্যান্য মার্কেটে কাপড়ের দাম বেশি হয়ে থাকে। এখানে কম দামে কাপড় কিনতে পাওয়া যায় বলেই এখানে ঈদের মার্কেটও করা হচ্ছে। এছাড়াও সব সময়ই এখান থেকেই শুক্রবারে এসে প্রয়োজনীয় কাপড় কেনা হয়।

বউ বাজারের কাপড় বিক্রেতারা জহরুল ইসলাম ঢাকা মেইলকে ব‌লেন, ঈদ উপলক্ষ্যে বিক্রি ভালো হয়েছে। আশা করছি আজকে অন্য দিনের তুলনায় বিক্রি আরও ভালো হবে।

বউ বাজারের কাপড় বিক্রেতারা নাদিম ইসলাম ঢাকা মেইলকে বলেন, এই বউ বাজার প্রতি ছুটির দিনে জাঁকজমকভাবে পরিচালিত হয়। সাধারণ বাজারের চেয়ে এই বাজারে কম মূল্যে কাপড় পাওয়ায় সব শ্রেণির লোকজন এখানে আসে।

কাপড় বিক্রেতা মো. শাকিল ঢাকা মেইলে ব‌লেন, এই বউ বাজার প্রতি ছুটির দিকে জাঁকজমকভাবে পরিচালিত হয়। সাধারণ বাজারের চেয়ে এই বাজারে কম মূল্যে কাপড় পাওয়ায় সব শ্রেণির লোকজন এখানে আসে। বর্তমানে ঈদের বাজার, তাই আজ প্রচুর বি‌ক্রি হ‌য়ে‌ছে।

বউ বাজার দোকানদার মালিক সমিতির সাধারণ সম্পাদক দিলিপ কুমার ব‌লেন, এ বাজারে শুধু দিনাজপুর নয়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার ক্রেতারাও কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এখানে আসেন।

তিনি আরও বলেন, বউ বাজারে নিজস্ব নিরাপত্তার জন্য ৬জন কর্মী রয়েছে। যার মধ্যে দু’জন মহিলা। এছাড়া প্রতিটি মোড়ে রয়েছে ট্র্যাফিক পুলিশ। যাতে করে মহিলারা নিরাপদে কেনাকাটা করতে পারেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর