বরগুনার আমতলী পায়রা নদী ফেরির চালক মো. ইউসুফ হোসেন দোলন। কিন্তু তিনি তার অদক্ষ ছেলে মামুনকে দিয়ে ফেরি চালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ফেরিতে চলাচলকারী যানবাহন ও মানুষের ঝুঁকি রয়েছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আরও অভিযোগ রয়েছে চালক ইউসুফের ছেলে মামুন বাবার প্রভাব খাটিয়ে যাত্রী ও যানবাহনের চালকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ১৯৯১ সালে প্রমত্তা পায়রা নদীর আমতলী-পুরাকাটায় ফেরি চলাচল শুরু হয়। গত ৩৫ বছর ধরে ফেরি চলাচল করে আসছে। ২০০৪ সালে ফেরির চালক হিসেবে ইউসুফ হোসেন দোলন মাস্টার রোলে যোগদান করেন। ওই সময় থেকেই বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি ফেরি চালিয়ে আসছেন। গত তিন বছর আগে তিনি ফেরি চালানো বন্ধ করে দেন। তার পরিবর্তে তার ছেলে মো. মামুন (১৯) চালক হিসেবে ফেরি চালিয়ে আসছেন। প্রমত্তা উত্তাল পায়রা নদীতে অদক্ষ চালক দিয়ে ফেরি চালানোর কারণে যানবাহন ও মানুষের বেশ ঝুঁকি রয়েছে।
ভুক্তভোগী সোবাহান, মিরাজ ও সোলায়মানের অভিযোগ ফেরির মূল চালক ইউসুফ হোসেন দোলন কিন্তু তিনি ফেরি পরিচালনা করেন না। তার পরিবর্তে তার ছেলে ফেরি চালাচ্ছেন। এতে যানবাহন নিয়ে বেশ ঝুঁকিতে পারাপার হতে হয়। তারা আরও বলেন, অদক্ষ চালক দিয়ে ফেরি চালানোর কারণে অধিকাংশ সময় ঘাটে নোঙরে সমস্যা হয়। দ্রুত এ অদক্ষ চালক দিয়ে ফেরি চালানো বন্ধের দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক ফেরির স্টাফ বলেন, চালক ইউসুফের ছেলে মামুন ফেরি ভালো চালাতে পারে না। ঘাটে নোঙর করতে গিয়ে অনেক সময় ফেরি সমস্যা পড়তে হয়।
বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ড্রাইভার ইউসুফের ছেলে মামুন ফেরি চালাচ্ছেন।
পায়রা নদীর ফেরি চালক মো. ইউসুফ হোসেন দোলন বলেন, জনবল কম থাকায় অফিসের নির্দেশে আমার ছেলেকে দিয়ে ফেরি চালানো হয়েছে। অফিস নিষেধ করলে বন্ধ করে দেওয়া হবে।
বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, কোনো মতেই অদক্ষ চালক দিয়ে ফেরি চালানো যাবে না। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি/এসএস