ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিচ্যুত পিয়নের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। একই দিন ওই ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ মার্চ) অভিযুক্ত পিয়ন হুমায়ুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্কুলছাত্রীকে যৌন হেনস্থার দায়ে ২০২৩ সালের ১১ নভেম্বর পিয়ন হুমায়ুন কবীরকে ওই বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়। এর জেরে বুধবার পিয়ন হুমায়ুন কবির (৪৮) ও তার স্ত্রী নুর নাহার ওই শিক্ষককে বিদ্যালয়ে গিয়ে ন্যাক্কারজনকভাবে লাঞ্ছিত করে।
এসময় হুমায়ুনের ছেলে রিমন ভিডিও করে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক জাহাঙ্গীর বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বিজ্ঞাপন
দাগনভূঞা থানার ওসি মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন রাতেই হুমায়ুনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস