শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

আগুনে সব পুড়ে ছাই: অক্ষত পবিত্র কোরআন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৮:১০ এএম

শেয়ার করুন:

আগুনে সব পুড়ে ছাই: অক্ষত পবিত্র কোরআন

আগুনে টিনশেড ঘরসহ সকল আসবাপত্র পড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র কোরআন শরীফ। এ ঘটনায় পবিত্র কোরআন শরীফটি এক নজর দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ বিলপাড়ায় এলাকায় আগুনের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ মার্চ) পুড়ে যাওয়া ওই বাড়ি থেকে অক্ষত অবস্থায় পবিত্র কোরআন শরীফটি উদ্ধার করে পরিবারটি।

বাড়ির মালিক জানান, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় স্থানীয়রা ফার্য়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চারটি টিনের ঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি মুখে পড়ে পরিবারটি। তবে এ ঘটনার কয়েক দিন পর আজ পুড়ে যাওয়া বাড়িতে অক্ষত অবস্থায় পবিত্র কোরআন শরীফটি দেখতে পায় পরিবার। পরে কোরআন শরীফটি বাড়িতে সংরক্ষণে রাখা হয়।

বাড়ির বাসিন্দা মনির হোসেন, মোছা. ফাতিমা জানান, কয়েকদিন আগে বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু পবিত্র কোরআন শরীফের একটি অক্ষরও পুড়েনি। কোরআন শরীফের চতুর্দিকের প্রান্তে সাদা অংশে কিছুটা কালো দাগ হলেও অক্ষত রয়েছে। এ কোরআন শরীফটি এক নজর দেখতে ভিড় বাড়িতে লোকজন ভিড় করছেন।

নলডাঙ্গা থানা মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, আগুনে বাড়িঘরের সবকিছু পুড়ে গেলও আল্লাহর রহমতে কোরআন শরীফটি অক্ষত রয়েছে। পবিত্র কোরআন শরীফ আল্লাহর পবিত্র বানী, আল্লাহ পাক নিজে তা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কেউ ক্ষতি করতে পারবে না।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর