শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবৈধ ৩টি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (১২ মার্চ) বিকেলে ইটভাটাগুলো বন্ধসহ গুড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইট প্রস্তুতের চিমনি ধ্বংস করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।
বিজ্ঞাপন
গুড়িয়ে দেওয়া ভাটাগুলো হলো- শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর ও ঝিনিয়া এলাকার মেসার্স আল আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-২, ফাতেমা জিগজ্যাগ অটো ব্রিকস এবং মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকস।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিল পরিবেশ অধিদফতর, পুলিশ ও বিদ্যুৎ অফিস সহ অন্যান্যরা।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে