সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লামায় ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, বান্দরবান 
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বান্দরবানের লামা উপজেলায় আজিজনগ-গজালিয়া সীমান্ত এলাকায় আজম খানের অবৈধ (এসসিএম) ব্রিকফিল্ডকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৪০ ঘনফুট কাঠ ও এস্কেভেটর দিয়ে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বুধবার ( ১২ মার্চ) দুপুরে অবৈধ (এসবিএম) নামক ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ প্রস্তুত কাঁচা ইট, পোড়া ইট পানি ছিটিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, বান্দরবান পরিবেশ অধিদফতরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে  বান্দরবান জেলা পরিবেশ অধিদফতর, বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ঢাকা মেইলকে বলেন, ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। পাহাড় কর্তনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে (এক লাখ) টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে (দশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করার পাশাপাশি ৫৪০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নেভানোর পাশাপাশি এস্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে ইট উৎপাদনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ। উপজেলা প্রশাসন পক্ষ থেকে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর