বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

ফেনীতে আড়াই লাখ শিশু পাবে ভিটামিন- এ প্লাস প্লাস ক্যাপসুল

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

ফেনীতে আড়াই লাখ শিশু পাবে ভিটামিন- এ প্লাস প্লাস ক্যাপসুল

ফেনীতে ২ লাখ ৫২ হাজার ৮৯৪ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১২ মার্চ) সকালে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এ তথ্য জানান।


বিজ্ঞাপন


এসময় তিনি বলেন, দেশে পটপরিবর্তনের পর ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনটি সব চেয়ে বড় কর্মসূচি। এ কর্মসূচির সঙ্গে দেশের প্রায় প্রতিটি পরিবার সম্পৃক্ত। ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনটি সফল করার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

thumbnail_20250312_113012

আরও পড়ুন

নাটোরে আড়াই লাখ শিশু খাবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল

ওই দিন ফেনী জেলায় ৭টি স্থায়ী, ১১২৩ টি স্থায়ী ও ৭টি ভ্রাম্যমাণ ক্যাম্পে সর্বমোট ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৬৭৫ জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে ফেনীর বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর