শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করা হয়।


বিজ্ঞাপন


দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টায় আটক ১

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন। এসময় পার্শ্ববর্তী আব্দুর রহমান ঘরে ঢুকে গৃহবধূর সঙ্গে অশালীন আচরণ করে। পরে গৃহবধূর চিৎকার করলে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর