বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

চকলেট দেয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১১:০০ এএম

শেয়ার করুন:

চকলেট দেয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১
অভিযুক্তকে গণধোলাই দেয়ার সময় ছবিটি মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাস্থল থেকে তোলা - ঢাকা মেইল।

পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুন্সিগঞ্জের শ্রীনগরে সুজন দাস (৬০) নামের স্থানীয় এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামে এ ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

thumbnail_VideoCapture_20250312-104216

ভুক্তভোগী শিশুটির মা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিশুটিকে বাড়ির পাশের পার্শ্ববর্তী একটি পুকুরের সামনে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। এর আগে সেখানে মাছ ধরতে আসেন সুজন দাস। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মা ও পরিবারের স্বজনদের কাছে বিষয়টি বললে খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। ফলে রাতেই অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

আরও পড়ুন

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টায় আটক ১

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, ঘটনাস্থল থেকে ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তদন্ত সাপেক্ষে দ্রুত নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

thumbnail_VideoCapture_20250312-104059

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর