শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

বরিশালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৯:০১ এএম

শেয়ার করুন:

বরিশালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভ্যান উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

নিহতরা হলেন— ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭) এবং ভ্যানচালক স্বপন খান (৬০)।

আব্দুর রাজ্জাক গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। স্বপন কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত এক পরিবহন ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে চালক ও এক যাত্রী মহাসড়কের মধ্যে ছিটকে পড়ে। এরপর খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, ঘাতক পরিবহন শনাক্ত করে জড়িতদের গ্রেফতারের জন্য থানায় বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর