নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আলমগীর হোসনের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯)। জাহিদুল ইসলাম বিকাশ মার্চেন্ট ট্রেডিং অফিসার ছিলেন এবং সাইফুল ইসলাম তোলারাম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেলে দুই বন্ধু জাহিদুল ও সাইফুল মোটরসাইকেলে চড়ে সোনারগাঁয়ে ঘুরতে যান। রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি উল্টে গেলে দুই বন্ধু ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পরে স্বজনরা এসে তাদের মরদেহ শনাক্ত করেন। পরবর্তীতে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুই বন্ধু দুর্ঘটনার শিকার হয়েছেন, নাকি পেছন থেকে কোন গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছিল তা আমরা তদন্ত করছি। এছাড়া এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টিবি

