পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে এই বিষয়টি নিয়ে পিরোজপুরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া এ ছবিতে দেখা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার বেডরুমে খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন।
এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এই পরিচয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাঁটিয়ে চলতেন।
এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না।
বিজ্ঞাপন
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হোক। যদি এ ঘটনা সত্যি হয় তবে অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করা হোক।
আরও পড়ুন
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবিটি দেখিনি, তবে শুনেছি। আমি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, এটা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানতে পারবেন।
প্রতিনিধি/টিবি