সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুবলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

যুবলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

রাজশাহীতে এক যুবলীগ নেতার মাদক সেবনের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে এক নারীর সহায়তায় ইয়াবা সেবন করতে দেখা যায় ওই যুবলীগ নেতাকে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবি প্রকাশের পর থেকে দুর্গাপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।


বিজ্ঞাপন


ওই যুবলীগ নেতার নাম শাহাদাত হোসেন। তিনি দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। 

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কোনো এক বাড়িতে খাটের উপরে এক নারীর সহায়তায় ইয়াবা সেবন করছেন যুবলীগ নেতা শাহাদত হোসেন। ওই নারী ইয়াবা খাওয়ার সরঞ্জাম ও আগুন জ্বালিয়ে দিচ্ছিলেন। ছবিতে নারীকে চেনা না গেলেও যুবলীগ নেতা শাহাদত হোসেনকে স্পষ্টভাবে দেখা যায়। 

এদিকে স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, ওই নারী উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। দীর্ঘ সময় যুবলীগের দায়িত্ব থাকা অবস্থায় শাহাদত হোসেনের বিরুদ্ধে মাদকসেবন ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে আসে। তবে সভাপতির দায়িত্বে থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। 

মাদকসেবনের বিষয়ে জানতে চাইলে সদস্য প্রার্থী ও যুবলীগ নেতা শাহাদত হোসেন বলেন, যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে তা আমার না। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোটার ও সাধারণ মানুষের কাছে ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এ ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর