শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন সরকারের ১৩ বছর জেল

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় বহিস্কৃত যুবলীগ নেতা মতিন সরকারের ১৩ বছর জেল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বগুড়ার বহিষ্কৃত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ২৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বগুড়া এই রায় ঘোষণা করেন বগুড়ার স্পেশাল জজ মো. শহিদুল্লাহ।


বিজ্ঞাপন


রায়ের একটি ধারায় তিন বছর ও অপর ধারায় ১০ বছরের কারাদন্ড এবং দুই কোটি ২৮ লক্ষাধিক টাকা জরিমানা তা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভুত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। মতিন সরকার পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। 

মতিন সরকার বগুড়ার চকসূত্রাপুর এলাকাল মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বগুড়া জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর