আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের উদ্যোগে জিংক ধান গমসহ অন্যান্য ফসলের বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক ও কমিউনিটি মোবাইলাজারদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুরে আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন আরডিআরএস, ইএসডিও, ওয়ার্ল্ড ভিশনের ৩০ জন স্বেচ্ছাসেবক ও কমিউনিটি মোবাইলাজার।
বিজ্ঞাপন
এসময় প্রশিক্ষণে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন।
প্রশিক্ষণের উদ্দেশ্য ও হারভেষ্টপ্লাস এর পটভুমি এবং প্রকল্পের কার্যপ্রণালী আলোচনা করেন, হারভেষ্টপ্লাসের সীড সিস্টেম ও মার্কেটিং এর কো-অর্ডিনেটর মজিবর রহমান। প্রশিক্ষণ সঞ্চালন করেন, আরডিআরএস-এর কৃষি ও পরিবেশ বিভাগের টেকনিক্যাল কর্মকর্তা রবিউল আলম। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস সরকারসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রশিক্ষণে, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্ট প্লাসের কার্যক্রমগুলো আরডিআরএস-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্ট প্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে। বায়োফর্টিফিকেশন প্রমাণ ও প্রযুক্তি খাতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুরের সম্প্রসারণ ও অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ এবং আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে