মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাত মাস পর কবর থেকে তানজিন তিশার সহকারীর লাশ উত্তোলন

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img
কবর থেকে অভিনেত্রী তানজিন তিশার সহকারীর লাশ উত্তোলনের ছবিটি সোমবার দুপুরে তোলা - ঢাকা মেইল।

দীর্ঘ ৭ মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আলামিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ তোলা হয়।


বিজ্ঞাপন


thumbnail_ছবি-(শহীদ_আলামিন)_মুন্সিগঞ্জ__

পরিবার সূত্রে জনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মেয়েকে ধর্ষণের খবর শুনে মারা গেলেন বাবা!

পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এবার আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।


বিজ্ঞাপন


thumbnail_VideoCapture_20250310-233754

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ। লাশ উত্তোলনের করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এসময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর