অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুদ, মূল্য তালিকা না রাখা, দাম বেশিসহ নানা অনিয়মের কারণে পাবনার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার ১০টি প্রতিষ্ঠানকে দুই লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১০ মার্চ) দিনব্যাপী দুটি উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
বিজ্ঞাপন
তিনি জানান, ফরিদপুরের পিকে ট্রেডার্সকে অবৈধভাবে প্রচুর বোতল তেল মজুত করে রাখার অপরাধে ৫০ হাজার টাকা, হাজি রবিউল চাউল ঘরে তেলের প্রচুর মজুত রাখলে ও সিগারেটের ভাউচার সংরক্ষণ না করায় ৪০ হাজার টাকা, মা স্টোরকে বিপুল তেল মজুত করে রাখায় ২৫ হাজার টাকা, জবিউল স্টোরকে মূল্য তালিকা না রাখা ও খোলা লবণ বিক্রয়ে ১০ হাজার টাকা এবং ভাঙ্গুড়া উপজেলায় তাইয়া ডাইগোনেস্টিক সেন্টারে সেবামূল্য প্রদর্শন না করা এবং সিভিসির মূল্য বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা, মেসার্স বাবু স্টোর এ মূল্য তালিকা না থাকা, পচা খেজুর বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, কুন্ডু স্টোরকে প্রচুর তেলের মজুত থাকায় ২০ হাজার টাকা, ফাতেমা স্টোরকে বেশি দামে পণ্য বিক্রয় করায় ১০ হাজার টাকা এবং দুটি তরমুজের দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকি করতে আমাদের এই অভিযান চলছে। সিন্ডিকেটের মাধ্যমে কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারে সে জন্য আগামীতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে