রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের প্রাঙ্গণে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে অনুষ্ঠিত মানব বন্ধনে এ দাবি জানানো হয়।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা বলেন, নারী বলে কাউকে পিছিয়ে রাখা যাবেনা।সকলেই এই দেশের নাগরিক।  একজন নাগরিকের দায়িত্বের অংশ হিসেবে সর্বস্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেতে চায়। যা নিশ্চিত করা রাস্ট্রের কর্তব্য। কিন্তু সব রকম সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও ১৮০ দিন বিচারিক কার্যক্রম নির্ধারণ করা আছে। নারীদের সর্বোচ্চ সম্মান হরণ কারী বা ধর্ষণকারীর অভিযোগ প্রমাণিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়। এসময় তুমি কে আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয় এলাকাটি।

মানববন্ধনে বান্দরবান সরকারি নার্সিং কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইতি মনি বলেন, সব কিছুর আলামত থাকার পরও ধর্ষকদের বিচার করা হচ্ছে না বা বিচার বিলম্বিত করা হচ্ছে। নারী-শিশু ধর্ষণের ঘটনার  ২৪ ঘণ্টার মধ্যে তিনি বিচার দাবি করেন। 

নার্সিং কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ঐশি চক্রবর্তী বলেন দেশ আমার নারীরা সব জায়গায়  নিরাপদে বিচরণ করবে, কোনো জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগবেনা। নারী বলে নারীদের কোথাও যেন পিছিয়ে রাখা না হয় এবং ধর্ষণের শিকার যেন না হয় এমন দাবি করে তিনি দাবি করে বলেন, ধর্ষকের বিচারের জন্য ১৮০দিন অনেক দীর্ঘ সময়,তাই  ধর্ষনের বিচার হবে ঘটনার ২৪ঘন্টার মধ্যে। শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। মানববন্ধনে বান্দরবান সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর