চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৯ মার্চ) ভোর ৪টার দিকে দোহাজারীর হাজারী শপিং সেন্টারের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ভোর ৪টার দিকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে অঞ্জন পালের মুদি দোকান, জাহাঙ্গীর আলমের পানাহার রেস্তোরাঁ, মো. আলী আকবরের ঝাল বিতান, মো. নাছির উদ্দীনের কুলিং কর্নার, নুরুল মোস্তফার বেকারি এবং আবদুর রশিদের পানের দোকান পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় হাজারী শপিং সেন্টারেও ছড়িয়ে পড়ে। এ সময় দ্বিতীয় তলায় মো. মুছার মালিকানাধীন রূপসী বিউটি পার্লারের ৪টি এসি পুড়ে যায় এবং পার্লার ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. কামরুল হাসান জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে চন্দনাইশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৬টি দোকান পুড়ে যায়। চা ও কুলিং কর্নারের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
প্রতিনিধি/টিবি

