পিরোজপুরের নাজিরপুরে আগুনে পুড়ে ১২টি দোকান ভুস্মিভূত হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার গাওখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, গাওখালী বাজার এলাকায় একটি হার্ডওয়্যারের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে দুইটি দোকানেই ৫৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়াও সব মিলিয়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি তাদের।
এ সময় দোকান মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান।
বিজ্ঞাপন
এদিকে, বৃহস্পতিবার (৩১ অক্টােবর) সকালেই ঘটনাস্থান পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার।
এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, ইতোপূর্বেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা আশা রাখবো এবং রাষ্ট্রে কাছে আহ্বান জানাবো ক্ষতিগ্রস্থ পরিবারকে সর্বোচ্চ সাহায্য করা হোক। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে একটি উপহার ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দিবো।
অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাকও ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর আশ্বাস দেন।
প্রতিনিধি/এমএইচএম