শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

ধর্ষকের ফাঁসির দাবিতে মাগুরা আদালতের সামনে ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

মাগুরার ধর্ষণের শিকার শিশুর আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়েছেন মাগুরার ছাত্র-জনতা। ২৪ ঘণ্টার ভেতর ধর্ষকদের ফাঁসি আদেশ না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে নড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। 

রোববার (৯ মার্চ) সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেন।


বিজ্ঞাপন


সমাবেশে যোগ দেওয়া মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শায়ের হাসান টগর বলেন, আমরা কথা দিচ্ছি ধর্ষকদের পক্ষে মাগুরার কোনো আইনজীবী আদালতে দাঁড়াবে না।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে ধর্ষকরা পার পেয়ে গেছে বলেই এখন এমন দুঃসাহস দেখাচ্ছে। ২৪ ঘণ্টার ভিতর দোষীদের ফাঁসি দিতে হবে অন্যথায় আমরা এখান থেকে যাব না।

সমাবেশে  বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সাদিয়া ইসলাম, রকিবুল ইসলাম, সুবর্ণা প্রমূখ। 

 

প্রসঙ্গত, বুধবার রাতে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় শিশুটি।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন