মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মাগুরায় থানায় মামলাটি দায়ের করে।

মামলায় বোনের শ্বশুর হিঠু শেখ, বোন জামাই সজিব শেখ, দেবর রাসুল শেখ ও শাশুড়ি জায়েদা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মাগুরা থানায় মামলা দিলে তা আমলে নিয়েছে পুলিশ। এছাড়াও ইতোমধ্যে অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন—

উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার (৬ মার্চ) ধর্ষণের শিকার হয় ৮ বছরের এক কন্যাশিশু। অজ্ঞান অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুরে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর