রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী। এ ঘটনায় বোনের শ্বশুর হিটু শেখকে (৫০) আটক করেছে পুলিশ।   

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি।


বিজ্ঞাপন


ধর্ষিত শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেয়েটির মা জানান, মেয়েটিকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। যেহেতু ওই সময় বাড়িতে একা ছিল তার মেয়ে এবং তখনও জ্ঞান না ফেরায় বিস্তারিত বলতে পারছেন না তারা। তবে ধারণা করছেন যে কেউ একজন মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করতে চেয়েছিল।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সুবাস রঞ্জন হালদার বলেন, তাকে প্রথমে শ্বাসকষ্ট রোগী হিসেবে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার অপচেষ্টার আলামত পাওয়া গেছে। মেয়েটির অবস্থা শঙ্কামুক্ত নয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, মাগুরা শহরের ৭ নম্বর ওয়ার্ডের নিজনান্দুয়ালী এলাকায় আট বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শিশুর বোনের শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর