সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশু ধর্ষণের ঘটনায় বাবা-ছেলের ফাঁসির দাবিতে মিছিল, থানা ঘেরাও

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

শিশু ধর্ষণের ঘটনায় বাবা-ছেলের ফাঁসির দাবিতে মিছিল, থানা ঘেরাও

মাগুরার নিজনান্দুয়ালী বোনের বাড়িতে ঘুরতে এসে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার বাবা-ছেলের ফাঁসির দাবিতে মিছিল করে সদর থানা ঘেরাও করা হয়েছে। এসময় তারা গ্রেফতারদের জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এক পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার বাবা-ছেলেকে প্রকাশ্যে জনতার হাতে তুলে দিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে উত্তাল এখন মাগুরা।


বিজ্ঞাপন


শুক্রবার দুপুরে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করে একাধিক মসজিদ থেকে মিলিত হওয়া মুসল্লিরা সদর থানা ঘেরাও করে। এর আগে শহরের ভায়নার মোড়ে তারা সমাবেশ করে। সমাবেশ থেকে বিচারিক দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীদের পার পাওয়ার প্রবণতা বন্ধের দাবি জানানো হয়।

আরও পড়ুন

রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণ

মাগুরা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে জনতা সদর থানার গেটে অবস্থান নেয়। এসময় উপস্থিত কর্মকর্তারা জনতাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা কিছুক্ষণ পর ভুয়া ভুয়া স্লোগান তোলে। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে।

উত্তেজিত ছত্রভঙ্গ করার পর মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জুমার নামাজের পরে একদল দুষ্কৃতকারী থানা ঘেরাও করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে এবং পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় বোনের শ্বশুর হিটু শেখের (৫০) লালসার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে ঢাকা মেডিকেলে পাঞ্জা লড়ছে ভুক্তভোগী মেয়েটি। গতকাল বাবা হিটু শেখ ও শুক্রবার সকালে হিটু শেখের ছেলে সজীব শেখকে গ্রেফতার করে পুলিশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর