মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৭:০৭ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে দুই কিলোমিটার এলাকাজুড়ে বিএনপির দুই গ্রুপে ৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও হামলা-পাল্টা হামলা হয়। এতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) এক সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে। এসময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং একটি বাড়ি ও বিএনপির একটি অফিস ভাঙচুর করা হয়।


বিজ্ঞাপন


মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় আহতরা হলেন— মেট্রোপলিটন পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার কন্সটেবল তোফাজ্জল হোসেন, স্থানীয় বাসিন্দা সনি ও এক রিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেন মহিলা দলের নেত্রী লাভলী। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বিএনপির এক পক্ষের লোক লাভলীর বাড়িতে ভাঙচুর করে। হামলাকারীরা সেখান থেকে সরে গেলে পরে নগরীর দড়িখড়বোনা এলাকায় লাভলী গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ  সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে নগরীর শালবাগান মোড় পর্যন্ত। এরপর থেকে নগরীর দড়িখড়বোনা, শালবাগান ও রেলগেট এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করে।

 

মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখনও থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর