বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

অসহায় মানুষের জন্য ‘ফেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র ইফতার

মাজহারুল হক লিপু, মাগুরা
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

প্রতিবার রমজান মাস এলেই মাগুরা শহরের অসহায় মানুষেরা ইফতারের জন্য ভিড় করে মাগুরা কলেজ রোডে ফেন্ডস অ্যান্ড ফ্যামিলির ইফতার কেন্দ্রে। প্রতিদিন এক থেকে দেড়শ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয় এখান থেকে।

মূলত মাগুরা শহরের কয়েকজন বন্ধুর উদ্যোগে গড়ে উঠেছে এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সংগঠনটি। পাঁচ বছর ধরে তারা এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করে যাচ্ছে।


বিজ্ঞাপন


রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, আমার বাড়ি শহর থেকে বেশ দূরে। ইফতার করার জন্য প্রতিদিন বাড়িতে যাওয়া সম্ভব হয় না। প্রতিদিন ইফতারের আগে আমি চলে আসি এখানে। এখান থেকে বিনামূল্যে ইফতার নিয়ে খাই।

thumbnail_IMG_20250304_171619

নির্মাণ শ্রমিক আবুল হোসেন বলেন, এখানে দরিদ্র মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ইফতার নিয়ে যায়। আমার সীমিত আয়ে দোকান থেকে ইফতার কিনে খাওয়া কষ্টসাধ্য। আমার মত মানুষের কথা ভেবেই হয়তো এখানে বিনামূল্যে ইফতার দেওয়া হয়। মাগুরা শহরের অনেক গরিব মানুষ প্রতিদিন ইফতারের জন্য এখানে ভিড় করে।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্যতম উদ্যোক্তা কাজী আশিকুজ্জামান জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে পাঁচ বছর আগে উদ্যোগ নিয়েছিলাম বিনামূল্যে অসহায় মানুষদেরকে ইফতার দেওয়ার। এটি কোনো দাতা সংস্থা নয়। একেবারেই স্বেচ্ছায় বন্ধু শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই ফান্ডে সহযোগিতা করে থাকে। প্রায় পাঁচ বছর ধরে আমরা এই কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রতিদিন ১০০ থেকে ১৫০ অসহায় মানুষকে আমরা বিনামূল্যে ইফতারির প্যাকেট দিই। এবং আমরা চেষ্টা করি তাদেরকে মানসম্মত ইফতার দেওয়ার জন্য। ইফতারের সকল আয়োজন আমরা বন্ধু এবং তাদের পরিবারই করে থাকি। তাই আয়োজক হিসেবে নাম রাখা হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আশা রাখছি, আমাদের এই উদ্যোগ অসহায় মানুষকে একটু হলেও উপকার করতে পারবে এবং উত্তরোত্তর তা বৃদ্ধি পাবে। একই সঙ্গে আমাদের এই উদ্যোগ অন্যদেরকেও মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন